ভোটকর্মীদের বিক্ষোভ তুলতে প্রহৃত মহকুমাশাসক

রায়গঞ্জ, ১৬ মেঃ ভোটকর্মীদের অবরোধ তুলতে এসে প্রহৃত হলেন মহকুমাশাসককে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘড়িমোড় এলাকার ঘটনা।

আগামীকাল ভোট গণনা। তার জন্য আজ ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রশিক্ষণে যোগ না দিয়ে প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুর প্রতিবাদে এলাকা অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে পৌঁছান রায়গঞ্জের মহকুমাশাসক টিএন শেরপা। এরপর অবরোধকারীদের হাতে প্রহৃত হন তিনি। সেখানে থাকা পুলিশ তাঁকে উদ্ধার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ যায় ঘটনাস্থলে। তাঁদের দাবি, মৃত প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়কে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ১৪ মে নিখোঁজ হন প্রিসাইডিং অফিসার। এরপর মঙ্গলবার রেল লাইনের পাশ থেকে রাত সাড়ে ৯টা নাগাদ তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত প্রিসাইডিং অফিসারের নাম রাজ কুমার রায়(৪০)। করণদিঘি ব্লকের রহটপুর হাই মাদ্রাসার ইংরেজি শিক্ষক ছিলেন তিনি। বাড়ি রায়গঞ্জ শহরে সুদর্শানপুর এলাকায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ImvqLY

May 16, 2018 at 03:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top