লিচু চুরির অভিযোগে শিশুকে মারধর, গ্রেফতার বাগান মালিক

রায়গঞ্জ, ২৬ মেঃ লিচু চুরির অভিযোগে ৮ বছরের এক শিশুকে মারধরের অভিযোগ উঠল বাগান মালিকের বিরুদ্ধে। রায়গঞ্জ থানার বসিয়ান গ্রামের ঘটনা। মুশাবর আলম নামে ওই ছেলেটি বর্তমানে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত লিচু বাগান মালিক হাসিবুরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে।

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে মুশাবর ওই লিচু বাগানের দিক থেকে ফিরছিল। অভিযোগ, সেই সময় মুশাবরের ওপর চড়াও হয় হাসিবুর। লিচু চুরির অভিযোগ তুলে মুশাবরকে মারধর করে সে। মারের চোটে জ্ঞান হারিয়ে ফেলে মুশাবর। ওই অবস্থায় তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় হাসিবুর। ওই এলাকায় একটি মাঠে অচেতন অবস্থায় মুশাবরকে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। এরপর তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। জ্ঞান ফিরলে গোটা বিষয়টি পরিবারের লোকেদের জানায় সে। হাসিবুরের কাছে এ ব্যাপারে কথা বলতে গেলে উলটে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মুশাবরের পরিবার হাসিবুরের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস জানান, ছেলেটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত লিচু বাগান মালিককে গ্রেফতার করা হয়েছে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IOStiL

May 26, 2018 at 01:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top