আগ্রা, ২ মেঃ ১৬৪৩ সালে মুঘল সম্রাট শহজাহানের আমলে ধবধবে সাদা মার্বেলে নির্মিত হয়েছিল তাজমহল। প্রতিদিন এই স্মৃতিসৌধ দেখতে ভিড় জমান অন্তত ৭০ হাজার পর্যটক। তাজমহলের রং বদলের খবরে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টেও।
তাজমহলের রং পরিবর্তন নিয়ে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রয়োজনে সমস্যার সমাধানে বিদেশীদের সহায়তা নিতে হবে। বিষয়টিকে হয়তো বা গুরুত্ব দেওয়া হচ্ছে না।
তাজমহলের রং প্রথমে হলুদ, এখন সেটি বাদামী ও সবুজ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে আদালত। দূষণ, নির্মাণকাজ ও কীটপতঙ্গের মল তাজমহলের এ অবস্থার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
এর আগে কেন্দ্র তাজমহলের আশপাশের অনেক কলকারখানা বন্ধ করে দিয়েছিল। তাজমহল যে যমুনা নদীর তীরে তার অবস্থাও শোচনীয়। গত দু দশক ধরে অনেকবার পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। ৯ মে তাজমহল বিষয়ে আবার শুনানি হবে আদালতে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kw8hs2
May 02, 2018 at 01:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন