মুর্শিদাবাদ, ১৬ মেঃ লাগাতার অশান্তির পর ফের পুনর্নির্বাচন চলছে মুর্শিদাবাদ জেলার ৬৩টি বুথে। বুধবার প্রতিটি বুথে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে মহিলা ও পুরুষ ভোটাররা। কড়া পুলিশি প্রহরায় চলছে ভোট গ্রহণ পর্ব। ভোট কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রে সঠিক সময়ে না পৌঁছানোয় বেশ কয়েকটি জায়গায় ভোট গ্রহণ শুরু হয় দেরিতে। সোমবার ছাপ্পা ভোট থেকে শুরু করে ব্যালট লুট, খুন, বোমাবাজি, আর অবাধে চলে রাজনৈতিক দলের দুষ্কৃতীদের তান্ডব। তবে ফের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশের বাড়তি নজরদারি রয়েছে প্রতিটি বুথে।
মুর্শিদাবাদের বেলডাঙার আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় প্রায় ৪৫ মিনিট দেরিতে। এদিন সকাল ৬টা থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। একটি বিরক্তির সুর দেখা দিলেও এখনও পর্যন্ত শান্তিতেই চলছে ভোট গ্রহণ।
সংবাদদাতাঃ মিঠুন হালদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IMXjQP
May 16, 2018 at 11:40AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন