বাস্তব জীবনের সুপারস্টারদের কাহিনি নিয়েই সিনেমা তৈরি হয়। যদিও দর্শকের মাথায় গেঁথে থাকে পর্দার তারকাই। তাই তো রুপালি পর্দার অভিনয়শিল্পীদেরই আখ্যা দেওয়া হয় তারকা কিংবা সুপারস্টার। তাঁদের ভক্ত দাঁড়িয়ে যায় লাখ লাখ। কিন্তু বলিউড অভিনেতা হৃতিকের কাছে সুপারস্টার হিসেবে দেখা দিলেন একজন সাধারণ শিক্ষার্থী। তারকার কাছেই ভক্ত হয়ে গেলেন সুপারস্টার। ঘটনাটি ভারতে। একটি বিমানে করে যাচ্ছিলেন একজন বয়স্ক ভদ্রলোক। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। বিমানে তাঁর শরীরে চিনির মাত্রা বেড়ে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। শরীরে ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয়। সেই কাজটি তৎক্ষণাৎ করে দেন ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) একজন শিক্ষার্থী। এই খবর জেনে বলিউড তারকা হৃতিক রোশন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শিক্ষার্থীর প্রশংসা করেন। তাঁকে সুপারস্টার আখ্যা দেন। বেশ কয়েক বছর ধরেই ছবি দিয়ে আলোচনায় আসতে পারছেন না হৃতিক রোশন। বলিউডের বায়োপিকের জোয়ারে এবার তিনিও নাম লিখিয়েছেন। শিগগিরই তাঁকে দেখা যাবে অসচ্ছল শিক্ষার্থীদের গণিত শেখানো আনন্দ কুমারের চরিত্রে। সূত্র: ডিএনএ আর/১৭:১৪/১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rL9mVh
May 14, 2018 at 12:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top