বিএসএফ-কে গুলিবর্ষণ বন্ধ রাখার আর্জি জানানোর পর ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের

শ্রীনগর, ২১ মেঃ বিএসএফ জওয়ানদের পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে গুলিবর্ষণ বন্ধ রাখার জন্য অনুরোধ করেছিল পাকিস্তান রেঞ্জার্স। কিন্তু এর কয়েকঘণ্টা পরেই তারা ফের বিনা প্ররোচনায় গুলি চালানো ও গোলাবর্ষণ শুরু করল।

এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন, রবিবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরের নারায়ণপুর অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স। এর সঙ্গেই বিএসএফ ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলি লক্ষ্য করে শুরু হয় হামলা। বিএসএফ পাল্টা জবাব দিতে শুরু করে। আজ সকাল সাতটা থেকে জম্মুর আর্নিয়া সেক্টরে ফের মর্টার হামলা শুরু করে পাক রেঞ্জার্স। জানা গিয়েছে, দু’পক্ষের লড়াই চলছে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

গতকাল বিএসএফ ১৯ সেকেন্ডের একটি থার্মাল-ইমেজের ফুটেজ প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে, নির্বিচারে পাক বাহিনীর গুলিচালনা, জবাবে বিএসএফের পালটা হামলায় ধ্বংস করা হচ্ছে সীমান্ত সংলগ্ন পাক সেনা ছাউনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KI23nY

May 21, 2018 at 12:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top