ইসলামপুর, ২১ মেঃ প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তরস্তর পর্যন্ত সাঁওতালি ভাষায় পড়াশুনো সহ নানা দাবিতে আদিবাসীদের রেল অবরোধে ভোর থেকে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরবঙ্গে ট্রেন চলাচল। শ্রীরামপুরে আপ অবধ-অসম এক্সপ্রেস, ফালাকাটায় আপ এসি এক্সপ্রেস, জলপাইগুড়ি রোডে কামরূপ এক্সপ্রেস, ফকিরাগ্রামে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটকে পড়ে। আপ ওখা এক্সপ্রেস ও আপ দাদার এক্সপ্রেসকে গোলকগঞ্জ রুটে ঘুরিয়ে দেওয়া হয়। একইভাবে বিহারের কিশনগঞ্জে রেল অবরোধ করে আদিবাসীরা। অবরোধের জেরে নিউ জলপাইগুড়িগামী পদাতিক এক্সপ্রেস সূর্যকমলে ও কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস ডালখোলায় আটকে পড়ে। দীর্ঘক্ষণ আটকে রাখার পর দার্জিলিং মেলকে অবশ্য ছেড়ে দেওয়া হয়। বেলা ১০টা নাগাদ শ্রীরামপুরে অবরোধ উঠলেও কিশনগঞ্জে অবরোধ ওঠেনি।
ছবিঃ কিশনগঞ্জে আদিবাসীদের রেল অবরোধ।–অরুণ ঝা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wXpbgi
May 21, 2018 at 12:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন