হুমায়ূনপুত্র নিষাদ ও নিনিত তাদের মাকে বেশ চমকে দিলো। মা দিবস উপলক্ষে মা মেহের আফরোজ শাওনকে বিশেষ কার্ড উপহার দিয়েছে তারা। আর এ নিয়ে আবেগ আপ্লুত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শাওন। তিনি লিখেন, বাচ্চাদের জন্মদিন, হুমায়ূন এর জন্মজয়ন্তী, মা বাবা, ভাই বোন, বন্ধু শুভাকাঙ্ক্ষীদের বিশেষ দিন, দুই ঈদ, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ আর বাংলাদেশের ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলোর বাইরে অন্য কোন দিবস পালন করা তার কাছে ন্যাকা লাগে। ছয় দিন কলকাতা, দুদিন জামালপুর হয়ে গতকাল ভোর পাঁচটায় বাড়ী ফিরেন তিনি। ফিরে ছয়টায় সন্তানদ্বয়কে স্কুলের জন্য তৈরি করেন। চোখ মেলেই কনিষ্ঠ পুত্র নিনিত তাকে বলেন, হ্যাপি মাদার্স ডে। প্লিজ তুমি টেবিলের উপর থেকে কোনো কাগজ ধরবা না। তোমার জন্য একটা সারপ্রাইজ রাখা আছে ওখানে আর বড়পুত্র ইতোমধ্যে তার তৈরি কাগজখানা হাতে ধরিয়ে দিয়ে। শাওন লিখেন, আমি কাগজখান আমার চোখের সামনে ধরলাম। সব কেমন ঘোলা ঘোলা লাগে আমার কাছে। আমি বুঝি খুব বেশিই ক্লান্ত ছিলাম, না হলে দুচোখ বেয়ে যে জলধারা নামছে তা থামার কোনো নামই নেই কেন! কনিষ্ঠপুত্র মুখখানা অপরাধী অপরাধী করে বলল, মা তুমি কি আমার লেখাটা লুকিয়ে লুকিয়ে পড়ে ফেলেছ? তাই কানতেছ? এই বলে তার কাগজখানা আমার সামনে মেলে ধরল। মা আমি তোমাকে সেকেন্ড বেস্ট বলেছি দেখে তুমি কেঁদেছ? আমি তো বাবাকে বেস্ট বানিয়েছি, তাই তুমি সেকেন্ড বেস্ট। এবার আমি হেসে ফেললাম। কী দৃঢ়তার সঙ্গে বাচ্চাটা কথাগুলো বলল! আমাকে খুশি করার জন্য কোনো মিথ্যা আশ্বাস নয়, তার দেড় বছরের ছোট জীবনে দেখা আর অন্যদের মুখে গল্প শোনা তার বেস্ট পারসন বাবাকে নিয়ে সে কতটা আত্মবিশ্বাসী! দুই পাশে এমন দুটি সন্তান নিয়ে সামনের পথগুলো চলতে কিসের ভয় আমার! আমার যে একপাশে পাহাড়ের দৃঢ়তা আর অন্যপাশে সমুদ্রের বিশালতা। আমরা তিনজনে মিলে শূন্য করে চলে যাবো জীবনের প্রচুর ভাড়ার। সূত্র: পরিবর্তন আর/১০:১৪/০১৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wJhOZM
May 16, 2018 at 06:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top