অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার

রায়গঞ্জ, ১০ মেঃ অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের স্টেডিয়াম লাগোয়া বীরনগর এলাকায় পরিদপ্তর নর্দমার পাশ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দার নজরে আসে বিষয়টি। এরপর খবর দেওয়া হয় পুলিশে। বুধবার গভীর রাতে রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনী যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মাথায় বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কেউ হয়ত ওই যুবককে খুন করে বীরনগর এলাকায় ফেলে যায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে। পুলিশ সুপার শ্যাম সিং বলেন, একটি খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ। বয়স হবে ২০ থেকে ২৫ এর মধ্যে। পরনে ছিল লাল টি-শার্ট ও কালো জিন্সের প্যান্ট। দেখে মনে হচ্ছে নিম্নবিত্ত পরিবারের ছেলে। আশপাশের থানাগুলোতে খোঁজ শুরু করেছে পুলিশ।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KQu1it

May 10, 2018 at 06:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top