টরন্টো, ০২ মে-গত ২৮শে এপ্রিল ২০১৮ ,শনিবার দুপুর দুইটায় বর্তমান কানাডিয়ান ভিসা ও ইমিগ্রেশন পলিসি সংক্রান্ত একটা ইনফরমেশন সেশনের আয়োজন করেছিল ক্যানবাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। অনুষ্ঠান স্থান ছিল টরন্টো বাঙালীপাড়ার প্রাণকেন্দ্র ডানফোর্থের এক্সেস পয়েন্ট। দুপুর আড়াইটা নাগাদ পূর্ণ হয়ে যায় কনফারেন্স হল। বেশ কিছু সংখ্যক দর্শক/শ্রোতা পিছনে দাঁড়িয়েছিলেন। কিন্তু কারো মাঝেই আগ্রহের কমতি ছিলনা। দুপুর ঠিক আড়াই টায় অনুষ্টান শুরু হয়। পরিচিতি পর্বের পরে বক্তব্ যরাখেন Shoshana T Green , BA LLB , Barrister এন্ড Solicitor। এখানে উনি কানাডার অভিবাসনে আইনের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দেন। এরপরে মঞ্চে আসেন মাহমুদা নাসরিন, RCIC Commissioner of Oaths. স্বত্বাধিকারী ও প্রিন্সিপাল কনসালটেন্ট ক্যানবাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। ওনার পেশাগত ও তথ্য বহুল উপস্থাপনায় উঠে আসে ইমিগ্রেশনের বিভিন্ন প্রয়োজনীয় ও জরুরি বিষয়গুলি। অনুষ্ঠানের পরবর্তী বিষয় ছিল প্রশ্নোত্তরপর্ব। এখানে মাহমুদা নাসরিন ও মিসেস গ্রীন উপস্থিত দর্শকদের ইমিগ্রেশন বিষয়ের প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন করার ব্যাপারে দর্শকদের মাঝে যথেষ্ট আগ্রহ দেখা যায়। অত্যান্ত পেশাগত দক্ষ্যতার সাথে সবার প্রশ্নের উত্তর দেন মাহমুদা নাসরিন। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মধ্যাহ্নভোজের আপ্যায়ণ ও ধন্যবাদ জ্ঞাপন। আর/০৭:১৪/০১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2jk1WDA
May 02, 2018 at 03:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন