মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী, পরিষদের একাধিকবার নির্বাচিত মেম্বার, শালিস জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব লালটেক গ্রামের ফয়েজ আলী (৬৪) রাত ১২ ঘটিকায় তাঁর নিজ বাড়ীতে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ——- রাজিউন।
জনাব ফয়েজ আলী ১৯৫৫ সালে বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম।পিতা মরহুম মরিল ময়না মিয়া মেম্বার, মাতা জয়তেরা বিবি। ছয় ভাই ও তিন বোন।ভাই ও বোনদের মধ্যে তিনি তৃতীয় । ফয়েজ আলী মেম্বার ১৯৭২ সালে লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং ১৯৭৪ সালে সিলেট মদন মোহন কলেজ থেকে এইচ এস সি পাস করেন। তাঁর পিতা মরিল ময়না মিয়া, মেম্বার থাকাবস্হায় ১৯৮২ সালে ইন্তেকাল করেন। পিতা ইন্তেকাল করলে ভারপ্রাপ্ত মেম্বারের দায়িত্ব জনাব ফয়েজ আলীর উপর অর্পিত হয়। ১৯৮৪ ও ১৯৮৮ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি অত্র ওর্য়াডের মেম্বার নির্বাচিত হন। ১৯৯৭ সালে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রতিদন্ধিতা করেন। ফয়েজ আলী ছিলেন অত্র এলাকার সকল শ্রেণীর মানুষের অভিভাবক। তাঁর চলন সহি সময়ে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের ম্যানেজিং কমটির সভাপতি ছিলেন। খেলাধুলার জগতেও ছিলেন তিনি প্রথম। যুবক বয়সে তিনি কামাল বাজার শাপলা স্পোটিং ক্লাবের একজন অন্যতম খেলোয়ার ছিলেন। ছিলেন তিনি একজন ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। ১৯৮৯ সালে দক্ষিণ সুরমার জালালপুরের ফকির পাড়ার মোঃ মনির শাহ ও মোছাঃ শিরিন আক্তারের মেয়ে আসমা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর তিন ছেলে ও এক মেয়ে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2KQboKJ
May 24, 2018 at 03:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন