বাগডোগরায় পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার

বাগডোগরা, ১৭ মেঃ বাগডোগরার সন্ন্যাসী চা বাগানের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই চা বাগানের ম্যানেজার। ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ সন্ন্যাসী চা বাগানের ম্যানেজার রামচন্দ্র চৌধুরি তাঁর গাড়ি নিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় পানিট্যাঙ্কির দিক থেকে আসা একটি বাস গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি রাস্তার অন্যপাশে চলে যায়। পিছন দিক থেকে আসা আরও একটি বাস গাড়িটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে যায়। ঘরের ভিতরে থাকা এক মহিলা বাসের চাকায় পিষ্ট হয়ে যান। ঘটনার পরই উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পাঁচ ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টা নাগাদ অবরোধ উঠে যায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মুখনি ওরাওঁ(৪০)। তিনি সন্ন্যাসী চা বাগানেরই শ্রমিক ছিলেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2k7KfYx

May 17, 2018 at 02:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top