নাগরাকাটা, ২৯ মেঃ সোমবার বিকেলের বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড গোটা নাগরাকাটা। কোথাও গাছের নীচে চাপা পড়ে আছে বাড়ি। আবার কোথাও ঝড়ের সময় বেসামাল হয়ে উলটে পড়ে রয়েছে গাড়ি। শুধু ব্লক সদরেই ভেঙেছে দুশোরও বেশি বিদ্যুৎ এর খুঁটি। বিপর্যস্ত বিদ্যুৎ পরিসেবা। চার-পাঁচ দিনের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। শুধু জরুরী ক্ষেত্র গুলিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। নাগরাকাটা বাজারে ঢোকার পূর্ত সড়কের ওপর বিশাল বট গাছ উপড়ে পড়ে ওই রাস্তা বন্ধ। নাগরাকাটা লাগোয়া ৩১ সি জাতীয় সড়ক যুদ্ধকালীন তৎপরতায় স্বাভাবিক করা হয়েছে। এখন যান চলাচল এখানে স্বাভাবিক। একাধিক চা বাগানের ছায়া গাছ ভেঙে পড়েছে। এমন বিপর্যয় এর আগে কেউ দেখেননি বলে জানিয়েছেন বহু প্রবীন মানুষ।
তথ্য ও ছবিঃ শুভজিৎ দত্ত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IRov1H
May 29, 2018 at 01:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন