কালিম্পং, ২৯ মেঃ ‘টাকা দিচ্ছি, কিন্তু সঠিকভাবে তার হিসাব রাখতে হবে। এগুলো জনগণের টাকা।’ জিটিএ এবং পাহাড়ের উন্নয়ন বোর্ডগুলিকে মঙ্গলবার এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাহাড়ে উন্নয়নের জন্য বোর্ডগুলির হাতে কোটি টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, ‘যা হয়েছে, আমি সমস্তটাই ভুলে যেতে চাই। সমস্তকিছু ভুলে এখন শুধুমাত্র উন্নয়নের জন্য সবাই এগিয়ে আসুন পাহাড়ে শান্তি থাকলেই উন্নয়ন হবে। পাহড়কে নিজের পায়ে দাঁড়াতে হবে। যাতে এখানকার উন্নয়নের জন্য কোরও কাছে ভিক্ষা চাইতে না হয় সেটা নিশ্চিত করতে হবে।’
মংপুতে বিশ্ববিদ্যালয় তৈরির সিদ্ধান্তের কথা জানানো ছাড়াও কালিম্পংয়ের পর্যটনকে সাজিয়ে তুলতে মুখ্যমন্ত্রী সদিচ্ছার কথা জানান।
মঙ্গলবার ডেলো সংলগ্ন ডঃ গ্রাহামস্ হোমস্ স্কুলের মাঠে পাহাড়ের ১৫টি জনজাতির উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানে ১৫টি বোর্ডকে সব মিলিয়ে মোট ৯৬ কোটি টাকার চেক তুলে দেন। এই সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি পাহাড়কে খুব ভালোবাসি। তাই বারবার এখানে আসি। কিন্তু অশান্তির জেরে প্রায় আট মাস এখানে আসা হয়নি। আমি চাই, যা হয়েছে সেসব ভুলে গিয়ে পাহাড়কে শান্ত রেখে এলাকার উন্নয়নে মন দিন।’
সংবাদদাতাঃ রণজিৎ ঘোষ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xoeSSM
May 29, 2018 at 08:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন