রাজস্থানকে বাই বাই করে হায়দরাবাদের সামনে নাইটরা

কলকাতা, ২৩ মেঃ বাই বাই রাজস্থান। নেভিল কার্ডাস বলে গিয়েছিলেন যে স্কোরবোর্ড গাধা। তা যেন আরও একবার প্রমাণ করল বুধসন্ধ্যার ইডেন। ম্যাচের স্কোর হয়ত বলবে, ২৫ রানে জিতেছে নাইটরা। কিন্তু এটা বলবে না যে, এক সময় ৫১ রানে ৪ উইকেট পড়েছিল নাইটদের।স্কোরবোর্ড এটাও বলবে না যে, ১৫ ওভার পর্যন্ত ম্যাচ জিততে চলেছিল রাজস্থান কিন্তু শেষ রক্ষা হল না। বুধবার ইডেনে  টসে জিতে নাইটদের প্রথমে ব্যাট করতে পাঠায় রাজস্থান অধিনায়ক অজিঙ্ক রাহানে। এদিন ক্রিস লিনের সঙ্গে ওপেন করতে  নামেন সুনীল নারায়ণ। তবে ২ বলে ৫ রান করে আউট হয়ে যান নারায়ণ। ক্রিস লিন কিছুটা লড়াই করলেও ২২ বলে ১৮ রান করে ফিরে যান। রবিন উথাপ্পা ও নীতিশ রানা দুজনেই ব্যার্থ মাত্র ৩ রান করে আউট হন দুজনেই। এরপর দীনেশ কার্তিকের সঙ্গে জুটি বেঁধে পঞ্চম উইকেটে ৫৫ রান যোগ করেন শুভমন গিল৷ কার্তিক ৩৮ বলে ৫২ রান করে আউট হয়ে গেলে ম্যাচের হাল ধরেন আন্দ্রে রাসেল। তাঁর অপরাজিত ২৫ বলে ৪৯ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে কার্তিক বাহিনী।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন অজিঙ্ক রাহানে ও রাহুল ত্রিপাঠী। প্রথম উইকেটে রাজস্থানের আসে ৪৭ রান। ১৩ বলে ২০ রান করে রাহুল আউট হয়ে গেলে মাঠে নামেন সঞ্জু স্যামসন। তাঁকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন রাহানে। ৬২ রানের জুটি গড়েন তাঁরা। ম্যাচের রাশ ক্রমশ চলে যেতে থাকে রাজস্থানের দিকে। ১৪ তম ওভারে ৪৬ রানে রাহানেকে ফেরান কুলদীপ যাদব। তারপরেই  ৫০ রান করে আউট হয়ে যান সঞ্জু স্যামসন। নাইটদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর ম্যাচে ফিরে আসতে পারেনি  রয়্যালসরা। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৪ রান করে রাহানে বাহিনী।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KSdSsb

May 23, 2018 at 11:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top