বিয়ানীবাজার প্রতিনিধি :: বিয়ানীবাজার থানা পুলিশ ট্রাফিক পুলিশদের সাথে নিয়ে অবৈধ মোটরযান নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করেছে। এ সময় বৈধ কাগজপত্রবিহীন ৮টি মোটরসাইকেল পুলিশ আটক করে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের সুপাতলায় সড়ক থেকে এ সকল মোটরসাইকেল আটক করা হয়।
স্থানীয়রা জানান, বিয়ানীবাজারে কাগজবিহীন মোটরসাইকেলসহ অটোরিকশা মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। একই সাথে কাগজবিহীন গাড়ি দিয়ে বেড়েছে ছিনতাই। পুলিশের নিয়মিত তদারকি না থাকায় প্রতিনিয়ত মোটরসাইকেলে করে ছিনতাই হচ্ছে।
যুক্তরাজ্য প্রবাসী বাছিত আহমদ বলেন, বুধবার মুরাদগঞ্জ-গোডাউন সড়কের নিদনপুর মসজিদের কাছে অটোরিকশায় থাকা এক মহিলা ছিনতাইয়ের শিকার হন দুটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীদের দ্বারা। পুলিশ চেকপোস্ট থাকলে এ রকম ঘটনা এড়ানো যেত বলে মনে করেন তিনি।
পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, নিয়মিত বিভিন্ন সড়কের অনুমোদনবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হবে।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2IoXSkq
May 18, 2018 at 03:04AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন