রাশিয়া বিশ্বকাপ ফুটবলের কাউন্ট ডাউন চলছে। দিন যতোই এগিয়ে আসছে গোটা বিশ্ব আক্রান্ত হচ্ছে বিশ্বকাপ জ্বরে। বাংলাদেশও এর বাইরে নয়। রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে উড়তে শুরু করেছে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা বিশ্বকাপ এলেই আমজনতা থেকে শুরু করে সেলিব্রিটিরাও বিভক্ত হয়ে পড়েন হলুদ-নীল আর আকাশি-সাদা এই দুই শিবিরে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফেসবুক খুললেই দেখা যাচ্ছে সেই উত্তাপ। দেশে অন্য দেশের সমর্থক থাকলেও ব্রাজিল ও আর্জেন্টিনার তুলনায় সংখ্যায় নগন্য। ক্রিকেট নিয়ে যাদের দিন কাটে, তারও বিশ্বকাপ এলে আক্রান্ত হন ফুটবল জ্বরে। এখানেও বিভাজন দুই শিবিরের, ব্রাজিল ও আর্জেন্টিনার। চলুন জেনে নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোন তারকা কোন দল সাপোর্ট করেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা আকাশিনীলদের ভালোবাসেন ডিয়েগো ম্যারাডোনার কারণে। তাই বলে ব্রাজিলের প্রতি কোনো বিদ্বেষ তার নেই। এ প্রসঙ্গে ম্যাশ বলেন, আর্জেন্টিনা সমর্থন করলেও ব্রাজিলের খেলাও দেখি। রোনালদোর খেলা দেখেছি, রোনালদিনহোর খেলাওখুব ভালো লাগত। ব্রাজিলের সবচেয়ে বেশি ভালো লাগে সাম্বা। তবে উপভোগ করি মেসির দুর্দান্ত ম্যাজিককে। ওয়ানডে ক্যাপ্টেনের মতোই টাইগারদের টি-টোয়েন্টি আর টেস্ট দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও আর্জেন্টিনা সমর্থক। খুব ছোটবেলায় ফুটবল কিংবদন্তির ম্যারাডোনার নাম শুনেছেন, আর বড় হওয়ার পর দুর্ধর্ষ লিওনেল মেসির দুপায়ের কারুকাজ তাকে আর্জেন্টিনার ভক্ত বানিয়েছে বলে জানান সাকিব। নিজের জীবনের শেষ বিশ্বকাপ খেলাটা মেসি শিরোপা জয়ের মাধ্যমে স্মরণীয় করে রাখবেন বলে বিশ্বাস করেন তিনি। জাতীয় দলের আরেক স্তম্ভ মাহমুদউল্লাহ রিয়াদও আকাশি-সাদা জার্সির ভক্ত। টাইগারদের মধ্যে সংখ্যার দিক থেকে আর্জেন্টিনার পাল্লা বেশি ভারি। মেসির দলে আরো রয়েছেন- ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাসির হোসেন। বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল আর উইকেট কিপার মুশফিকুর রহিম হলেন টাইগারদের মধ্যে ব্রাজিল সমর্থক দলটির নেতৃত্বে। ব্রাজিলের প্রতি নিজের অন্ধ পক্ষপাতা জানিয়ে তামিম বলেন, আমি যেমন ক্রিকেট ছাড়া নিজেকে ভাবতে পারি না। তেমনি ফুটবল থেকে ব্রাজিলকে আলাদা করা যায় না। ভালো লাগে ব্রাজিলের ছন্দময় খেলা। এবারের বিশ্বকাপটা ঘরে নেয়ার দল নিয়েই রাশিয়া যাচ্ছে নেইমাররা। উইকেট কিপিং দীর্ঘদিন দেশকে সার্ভিস দেওয়া টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বললেন, ব্রাজিলই একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে খেলেছে। আর্জেন্টিনার এক মেসি ছাড়া আর কে আছে। নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ফুটবলের তিনি। কিন্তু টোটাল ফুটবলের এই যুগে একজনের ওপর ভর করে শিরোপা জয় মিরাকল। ব্রাজিলের সুপারস্টার নেইমার ছাড়াও আরো আছে পলিনহো, গ্যাব্রিয়াল জেসুস আর থিয়াগো সিলভার মতো সুপার ফর্মে থাকা তারকা। এবারের বিশ্বকাপটা ব্রাজিলেরই হবে। টাইগারদের মধ্যে ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে আরো রয়েছেন- এনামুল হক বিজয়, সাব্বির রহমান, রুবেল হোসেন ও কাটার মাষ্টার মুস্তুাফিজুর রহমান। এমএ/ ১০:৪৪/ ২৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2II2lyO
May 25, 2018 at 04:56PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন