নয়াদিল্লি, ২৮ মেঃ তেল, সাবান শ্যাম্পুর পর এবার সিম কার্ড। বিএসএনএলের সঙ্গে গাটছড়া বেঁধে বাজারে নতুন সিম কার্ড আনতে চলেছে যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ। সোমবার পতঞ্জলির তরফে বলা হয়েছে, এই সিমের ব্যবহারকারীরা পাবেন বিপুল অফার। ১৪৪ টাকার বিনিয়মে ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০টি এসএমএস করতে পারবেন গ্রাহকরা। তবে তা কতদিনের জন্য বৈধ থাকবে, তা স্পষ্ট করে বলা হয়নি এখনও। আগামী মাসেই এই সিমের বাজারে আনা নিয়ে একটি আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক করা হবে। তারপরেই জানা যাবে কবে সেটি গ্রাহকদের হাতে পৌঁছবে।বিএসএনএলের চিফ জেনারেল ম্যানেজার সুনীল গর্গ এ বিষয়ে জানিয়েছেন, ‘পতঞ্জলির এই প্ল্যানটি দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এবং মানুষ এটিকে আরও জনপ্রিয় করে তুলবেন।’ পতঞ্জলির নতুন এই উদ্যোগ নিয়ে রামদেব জানান, বিএসএনএল একটি স্বদেশী নেটওয়ার্ক। তাই বিএসএনএলের সঙ্গে হাত মিলিয়ে দেশবাসীর কল্যাণ করাই পতঞ্জলির একমাত্র লক্ষ্য।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ITzUd8
May 28, 2018 at 07:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন