কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর পাকিস্তানি মেয়ে

পাটনা, ৫ মেঃ সরকারি প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর পাকিস্তানি মেয়ে। এই নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। পাটনা থেকে ১৫০ কিলোমিটার দূরে বিহারের জামুই জেলা। সেখানেই ‘স্বচ্ছ জামুই সুস্থ জামুই’ ও ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে রাস্তা জুড়ে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তাতেই রয়েছে এক পাকিস্তানি মেয়ের ছবি। জানা গিয়েছে, পাকিস্তানে নারী শিক্ষার প্রসারে বিজ্ঞাপনের মুখ ছিল এই মেয়েটি।  ‘স্বচ্ছ জামুই সুস্থ জামুই’ প্রকল্পের অধীনে ৫০০০ বুকলেট জেলার একাধিক স্কুলে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিলি করা হয়েছে তাতেও রয়েছে এই মেয়েটির ছবি। বুকলেটটি যে  ছাপাখানায় তৈরি হয়েছিল সেখানকার কর্মীরা জানিয়েছেন, জেলা প্রশাসনই তাঁদের এই ছবিটি ছাপার জন্য দিয়েছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HR1tYr

May 05, 2018 at 05:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top