নয়াদিল্লি, ৯ মেঃ দিনে মালবাহকের কাজ। রাতে স্টেশনের প্ল্যাটফর্মে বসে পরীক্ষার প্রস্তুতি। এভাবেই নিজের স্বপ্ন পূরণ করেছেন কেরালার মুন্নারের শ্রীনাথ এস। কেরালার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-র লিখিত পরীক্ষায় পাস করেছেন তিনি।
পেটের দায়ে গত পাঁচ বছর ধরে কেরালার এর্নাকুলাম জংশন স্টেশনে মালবাহকের কাজ করছেন শ্রীনাথ। আর্থিক অনটনের কারণে দশম শ্রেণীর পর তাঁর আরও পড়াশোনা করা সম্ভব হয়নি। কিন্তু, স্কুলের পড়া বন্ধ হলেও সরকারি চাকরির স্বপ্নটাকে মন থেকে মুছে দেননি শ্রীনাথ। দিনের বেলা মালবাহকের কাজ করেও গভীর রাত পর্যন্ত তিনি প্ল্যাটফর্মের আলোয় বসে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতেন। অর্থাভাবে খুব বেশি বই কিনতে না পারলেও বইয়ের অভাব পূরণ করতে ইন্টারনেটের সাহায্য নিতেন শ্রীনাথ। স্টেশনের ফ্রি ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করে মোবাইল ফোনে অনলাইনে পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বইপত্র পড়তেন তিনি।
এর আগে পিএসসি-তে কেরালার ভিলেজ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দু’বার লিখিত পরীক্ষায় বসেছিলেন শ্রীনাথ। কিন্তু সফল হননি। এবছর তৃতীয়বারের চেষ্টায় সেই পরীক্ষায় পাশ করেছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wsLwSQ
May 09, 2018 at 04:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন