বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষ হতে টাকা চুরি যাওয়ার ঘটনার মুল সন্দেহভাজন ফজর আলী (২৭) গ্রেপ্তার, সে বিশ্বনাথ উপজেলার আলমনগর এলাকায় সন্দিগ্ধ গ্রামের কটু মিয়ার পুত্র।
গতকাল মঙ্গলবার (১ মে) বিশ্বনাথ উপজেলার আলমনগর এলাকায় সন্দিগ্ধ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আনিছুর রহমান খান।
সিলেট জেলা গোয়েন্দা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এর নির্দেশনায় সিলেট জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ জোনের) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এর তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ শহীদুল আলম এর নেতৃত্বে (মামলা নং-০৩ তারিখ-০৫/৯/২০১৭খ্রিঃ ধারা-৩৮০ পেনাল কোড) এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজর আলী ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর অফিস কক্ষ হতে টেবিলের ড্রয়ার ভেঙ্গে ৪২,৫০০/- টাকা চুরি করেছে বলে স্বীকার করে।
উল্লেখ্য গত বছরের আগস্ট মাসের ৩০ তারিখ রাত্রে বিশ্বনাথ থানাধীন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর অফিস কক্ষ হতে টেবিলের ড্রয়ার ভেঙ্গে কৃষি ভর্তুকি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের বিতরণের ৪২,৫০০/- টাকা চুরি হয়।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2jp1KmL
May 02, 2018 at 04:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন