কলকাতার রবীন্দ্র সদন মঞ্চে গতকাল সন্ধ্যায় নচিকেতার সঙ্গে গাইলেন মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদ স্মরণে পশ্চিমবঙ্গের সুরমঞ্জরী আয়োজন করেছে দুই বাংলার গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান যদি মন কাঁদে তুমি চলে এসো। লোকগানের শিল্পী অমর পালকে বিশেষ সম্মাননা জানানো হয় এই আয়োজনে। গতকাল শো শুরুর আগে শাওন জানান, আয়োজনের থিম সং হুমায়ূন আহমেদের লেখা যদি মন কাঁদে ছাড়াও গাইবেন যে থাকে আঁখিপল্লবে, মরিলে কান্দিস না, আমার আছে জল, একটা ছিল সোনার কন্যাসহ হুমায়ূন আহমেদের পছন্দের গান। নচিকেতার সঙ্গেও দ্বৈত গাইবেন তিনি। আরও পড়ুন: মান্না দে সম্পর্কে অজানা সব তথ্য নচিকেতার সঙ্গে গাওয়ার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী-পরিচালক। নিজের ফেসবুকে গতকাল বিশাল এক পোস্ট দেন। সেখানে লিখেন, ক্লাস সেভেনে যখন পড়ি তখন তাঁর নীলাঞ্জনা শুনলাম। কী রোমাঞ্চকর তাঁর গানের কথা! অন্তবিহীন পথ, যখন সময় থমকে দাঁড়ায়, এই বেশ ভালো আছি, তুমি কি আমায় ভালোবাসো, চোর, এই মন ব্যাকুল যখন-তখনএকে একে তাঁর সব গান মুখস্থ হয়ে গেল। এখনো বন্ধুদের আড্ডায় গলা ছেড়ে গাই এই গানগুলো। আমার শৈশব-কৈশোরের প্রেম নচিকেতা চক্রবর্তীর গান। সেই মানুষটির সঙ্গে একই স্টেজে গাইব! তথ্যসূত্র: কালেরকণ্ঠ আরএস/০৯:০০/ ৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HY6qdY
May 06, 2018 at 04:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top