স্বপ্ন পুরণ হলো না কানাইঘাটের ইব্রাহিমের…….!

বিশেষ প্রতিনিধি ::   স্বপ্ন ছিলো ইউরোপের দেশে গিয়ে পরিবারের বর্তমান অবস্থার পরির্বতন করবেন। শত কষ্টের মাঝেও পাড়ি দিলেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। বেশ কিছুদিন ছিলেন সেখানে।

তারপর দালালদের মাধ্যমে ওমান সাগর হয়ে ইউেরাপে ঢুকার চেষ্ট। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ওমান সাগরে ওমানী কোষ্টর্গাডের গুলিতে নীল জলরাশিতেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন কানাইঘাটের মোঃ ইব্রাহিম (তমিজ)।

তার নিহতের তথ্য নিশ্চিত করেন কাইঘাটের দিঘিপাড়ের মানিকপুর গ্রামের বাসিন্দা ও ওমান প্রবাসী মোস্তফা রহমান শামীম। ইব্রাহিম কানাইঘাট উপজেলার ৪নং সাতবাগ ইউনিয়নের সদিওলের মাটি গ্রামের সিরাজ উদ্দিন (কুটই মিস্ত্রী) তৃতীয় ছেলে।

মোস্তফা রহমান শামীম জানান, গত ১৯শে এপ্রিল গুলিবিদ্ধ হয়ে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইব্রাহিম। তবে একমাস পরে গত ১৯ মে একমাস পর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা জানতে পারেন ইব্রাহিম মারা গেছেন। তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা চলছে বলে জানান প্রবাসি শামিম।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2IBMCkG

May 21, 2018 at 11:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top