রতুয়ায় বোমাবাজি, আহত ৮ কংগ্রেস কর্মী

রতুয়া, ৫ মেঃ পঞ্চায়েত ভোটের আগে রতুয়ায় আক্রান্ত হলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা৷ বোমাবাজিতে জখম হয়েছেন ৮জন কংগ্রেস কর্মী৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া ১ ব্লকের চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের ঝগড়াপাথার গ্রামে৷ আহতরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব৷

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ১১টা নাগাদ নির্বাচনী কাজকর্ম সেরে ঝগড়াপাথার গ্রামে একটি চায়ের দোকানে বসেছিলেন বেশ কয়েকজন কংগ্রেস কর্মী৷ সেই সময় তাঁদের সঙ্গে এলাকার তৃণমূল কর্মীদের বিবাদ শুরু হয়৷ বচসা গিয়ে পৌঁছায় বোমাবাজিতে৷ আহতরা হলেন, অমূল্য মোশাহার(৩৫), ডোমা মোশাহার(৫০), জীতেন মোশাহার(২৮), হরগোবিন্দ মোশাহার(৪৫), পঞ্চা মোশাহার(৪০), কার্তিক মোশাহার(৩৫), নিখিল মোশাহার(২২) ও দুলাল মোশাহার(৩৫)৷ এঁরা সকলে এলাকায় সক্রিয় কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত৷ এদের মধ্যে অমূল্য, ডোমা ও জীতেনের আঘাত গুরুতর৷ তাঁদের প্রথমে সামসী গ্রামীণ হাসপাতাল, পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করানো হয়৷ বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ৷ পুলিশই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷

কংগ্রেসের এর নেতা জানান, বীরভূম সহ গোটা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে ভোটে জিততে চাইছে শাসকদল৷ রতুয়া ১ ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক বলেন, ঘটনাটি তিনি শুনেছেন৷ তৃণমূল কখনও হিংসাকে সমর্থন করে না৷ চাঁদমনির ঘটনায় পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক বলে জানিয়েছেন তিনি৷

তথ্য ও ছবিঃ পান্না

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JV38Zq

May 05, 2018 at 03:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top