কলকাতা, ০৮ মে- ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে বামপন্থী রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি (সিপিআই-এম) ও হিন্দুত্ববাদী বিজেপি জোট গঠন করেছে। এটিকে আনুষ্ঠানিক আসন ভাগাভাগি সমন্বয় হিসেবে অভিহিত করেন জেলা পর্যায়ের একজন সিপিআই-এম নেতা। খবর: হিন্দুস্তান টাইমস। ওই নেতা বলেন, তৃণমূলের সাথে একাট্টা হয়ে লড়াই করার পক্ষপাতী অনেক গ্রামবাসী। একারণে তারা আসন ভাগাভাগি করে নিয়েছেন। নরেন্দ্র মোদির বিজেপির বিপরীত আদর্শের সমর্থক বামপন্থী সিপিআই যেকোনো সুযোগে বিজেপিকে বিভাজন সৃষ্টিকারী শক্তি বলে অভিহিত করে থাকে। বিজেপির উত্তর নদিয়া জেলা শাখার সভাপতি এই জোট গঠন একটি বিছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন। এপ্রিলের শেষ সপ্তাহে দল দুটি নদিয়ায় তৃণমূলের কথিত সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ মিছিলের আয়োজন করলে তাদের মধ্যেকার মতৈক্য সর্বপ্রথম প্রকাশ্যে আসে। ওই প্রতিবাদ মিছিলে দুই দলের ক্যাডাররাই নিজ নিজ পার্টির পতাকা বহন করছিলেন। সিপিআইয়ের নদিয়া জেলা সভাপতি সুমিত বলেন, তৃণমূল পর্যায়ের তাদের পার্টির নীতিমালার সঙ্গে এই জোটের কোনো সম্পর্ক নেই। অনেক গ্রামবাসী দুজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চান। তাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে আসন ভাগাভাগি করা হয়েছে। সূত্র: পরিবর্তন আর/০৭:১৪/০৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FXLhie
May 09, 2018 at 06:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top