আগরতলা, ২২ মেঃ গত ৪৮ ঘণ্টায় একটানা ভারী বৃষ্টির জেরে ত্রিপুরার বেশকিছু অঞ্চল জলমগ্ন। প্রশাসন সূত্রে খবর, বন্যায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। ঘরহারা ১৮ হাজার মানুষ। বৃষ্টিতে ধস নামায় আরও ৩ জন জখম হয়েছেন। রাজ্যের ৭১টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ১৭,৮৪০ জন।
গোমতী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। আবহওয়া দপ্তর সর্তক করে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দুর্যোগ কাটার সম্ভাবনা কম। আরও বৃষ্টি হতে পারে।
সোমবার নিজের বিধানসভা কেন্দ্র বনমালীপুর এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পরিস্থিতি বিবেচনা করে দুর্গতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। যাঁদের ঘর ভেঙেছে তাঁরা ক্ষতিপূরণ বাবদ পাবেন ১ লক্ষ টাকা করে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2kdDMuV
May 22, 2018 at 12:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন