ঢাকা, ০৯ মে- চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে যাওয়া কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু আর্থিকভাবে লাভজনক নয়, এমন কারণ দেখিয়ে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এমন তথ্যই জানাচ্ছে ক্রিকইনফো। আইসিসির নির্ধারিত এফটিপি অনুযায়ী দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার জন্য বাংলাদেশকে নিজ দেশে আমন্ত্রণ জানানোর কথা ছিল সিএর। ২০০৩ সালের পর অজিদের মাটিতে যেটি হত দুদলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। সিরিজটি নিয়ে গত কয়েকমাস ধরেই টালবাহানা করে আসছিল অস্ট্রেলিয়া। বিসিবিকে জানিয়েছিল সিরিজটি আয়োজন করা তাদের জন্য আর্থিকভাবে সুবিধাজনক নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারপরও চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বুধবার সিরিজ বাতিল হওয়ার খবরই দিল ক্রিকইনফো। বাতিল হওয়া সিরিজটির বিকল্প হিসেবে ২০১৯ বিশ্বকাপের পর অজিরা বাংলাদেশ সফরে আসবে বলেও জানাচ্ছে ওয়েবসাইটটি। এর আগে বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসার সময়ও নিরাপত্তা অজুহাত দেখিয়ে টালবাহানা করেছিল অজিরা। পরে কয়েকদফা সফর পিছিয়ে প্রায় দুই বছর পর খেলতে আসে। দুই টেস্টের সেই সিরিজে ১-১এ ড্র করে টাইগাররা। এমএ/ ০৮:৩৩/ ০৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wrlwaz
May 10, 2018 at 02:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top