লাইক, কমেন্ট, ভিউয়ের বিচারে বাংলাদেশ ইউটিউব ইতিহাসের প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে অপরাধী নামের একটি গান-ভিডিও। অংকুর মাহমুদ ফিচারিং আরমান আলিফের এই গানটি মাত্র ১৪ দিনে এক কোটি ভিউয়ের ঘর অতিক্রম করেছে! যা এর আগে বাংলাদেশের আর কোনও গানের বেলায় ঘটেনি। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় বড় বাজেটের আলোচিত দুই প্রজেক্ট নুসরাত ফারিয়ার পটাকা (সিএমভি) ও পড়শীর রাস্তার (ডিএমএস) সঙ্গে একই দিন ও সময়ে ঈগল মিউজিক প্রকাশ করে কম বাজেটের অচেনা তরুণ শিল্পী আরমান আলিফের অপরাধী গান-ভিডিও। আলোচিত গান-ভিডিও দুটি এক সপ্তাহের মধ্যে দর্শক-শ্রোতাদের ডিজলাইক প্রতিক্রিয়ায় ডুবে গেলেও অপরাধী সবার সামনে ভেসে উঠলো বিস্ময় জাগিয়ে, দুই বাংলায়। জানা গেছে, ইউটিউবে অপরাধীর দর্শক-শ্রোতা বাংলাদেশের চেয়েও পশ্চিমবঙ্গে বেশি! আজ (১৮ মে বেলা ৩টা) পর্যন্ত গেল ২২ দিনে গানটির ইউটিউব ভিউ হয়েছে ১ কোটি ৮৬ লাখের বেশি! লাইকের সংখ্যা ২ লাখ ৪০ হাজার অন্যদিকে ডিজলাইকের সংখ্যা মাত্র ১৩ হাজার! ধারণা করা হচ্ছে ১৮ মে রাতের কোনও একটা সময়ে গানটি অতিক্রম করবে দুই কোটি ভিউয়ের ঘর। এক কোটি অতিক্রমের পর সবচেয়ে দ্রুততম সময়ে দুই কোটি ভিউর ক্লাবে ঢুকে অপরাধী তৈরি করবে আরেকটি রেকর্ড। জানা গেছে, প্রতি ২৪ ঘণ্টায় গানটির ভিউ হচ্ছে ১০ থেকে ১৫ লাখ! যা এর আগে বাংলাদেশের কোনও গানের বেলায় ঘটেনি বলে মত প্রকাশ করছেন ইউটিউব এক্সপার্টরা। অপরাধীর কথা ও সুর করেছেন তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফ নিজেই। আর সংগীতায়োজন করেছেন অংকুর মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছে ঈগল টিম। এতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী। গানটি প্রসঙ্গে এর সংগীতায়োজক অংকুর মাহমুদের প্রতিক্রিয়া এমন, শুরু থেকেই গানটি নিয়ে আমাদের ভালো একটা প্রত্যাশা ছিল। অডিও গানটি প্রকাশের পরও ভালো সাড়া পাই। এরপর ভিডিও করলাম। তবে গানটি এভাবে ইতিহাস গড়ে ফেলবে, সেটা কল্পনাও করিনি। এদিকে গানটির শিল্পী আরমান আলিফের কোনও মন্তব্য না পাওয়া গেলেও এর প্রযোজক-পরিবেশক কচি আহমেদ বলেন, সবাই বলছে এটা অবিশ্বাস্য ঘটনা। কিন্তু আমি সেটা মনে করি না। বরং এটাই বিশ্বাসযোগ্য ঘটনা। এরকমই হওয়ার কথা আমাদের ইন্ডাস্ট্রিতে। মূলত সেই বিশ্বাস থেকে এই গানটি নিয়ে পরিকল্পনা করি। এবং দিন শেষে সফলতা পাই। এরকম আরও বেশ কয়েকটি অচেনা মুখের প্রজেক্ট নিয়ে আমরা আসবো সামনে। আশা করছি সেগুলোও একই গতিতে যাবে। কারণ তারকাদের প্রতি আর ভরসা পাই না। অপরাধী গানের ইউটিউব লিংক: সূত্র: বাংলা ট্রিবিউন আর/১৭:১৪/১৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IP5iNd
May 19, 2018 at 01:13AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন