সুচিত্রা সেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, ষাটের দশক থেকে ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি। মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। নতুন প্রজন্ম ও বিনোদনপ্রিয় দর্শক ও তারকাদের মনে আইডল হয়ে বেঁচে আছেন সুচিত্রা। তাকে নিজের মনে ও অন্তরের গহিনে ধারণ করেছেন অনেক জনপ্রিয় তারকারা। এবার ছোট পর্দায় আসছেন মহানায়িকা সুচিত্রা সেন। তার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনকে। নাটকটির নাম রাজ্জাক-সুচিত্রা। চরিত্রটি নিয়ে মেহজাবিনও বেশ উচ্ছ্বসিত। নাটকে রাজ্জাক চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো। হাবিব শাকিলের এ নাটকের গল্পজুড়ে থাকছে রাজ্জাক-সুচিত্রার সময়ের আবহ। সেই সময়ের মেয়েদের সাজসজ্জা। ছেলেমেয়ের প্রেম। আসছে ঈদের জন্যই রাজ্জাক-সুচিত্রা নাটকটি নির্মাণ হচ্ছে বলে জানান। সুচিত্রা সেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। রুপালি পর্দার উত্তম-সুচিত্রা জুটি আজও তুমুল দর্শকপ্রিয়। সূত্র: যুগান্তর আর/০৭:১৪/০৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2K9dCV5
May 10, 2018 at 06:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন