ঢাকা, ২২ মে- চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের উপনির্বাচনে লড়ছেন এমনটাই গণমাধ্যমে খবর প্রকাশ পায়। তবে শাকিল জানালেন তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি বলেন, আমি উপ নির্বাচনে অংশ নেওয়ার সমস্ত প্রস্তুতিই গ্রহণ করেছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে বললেন এই কদিনের জন্য নির্বাচনে অংশ নিয়ে লাভ নেই পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নাও। আমি স্বাভাবিক ভাবেই নেত্রীর কথা মেনে আর নির্বাচন করছি না। শাকিল খান বলেন, আমি নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত রবিবার আমার পক্ষে ভাগনে শাহরিয়ার নাজিম মনোনয়নপত্র সংগ্রহ করে। এলাকায় আমার প্রচারণাও ছিল বঙ্গবন্ধুর পক্ষে। নেত্রী (শেখ হাসিনা) গতকাল আমাদের সবাইকে যারা নির্বাচনে আওয়ামী লীগ থেকে অংশ নিতে চেয়েছিলাম ডেকে বললেন প্রার্থী খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার। একইসাথে তিনি আমাদের পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন। নেত্রীর যেটা সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। কারণ আমার একটাই মার্কা নৌকা। বাগেরহাট জেলা নির্বাচন অফিস থেকে হাবিবুন নাহারের পক্ষে আজ মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেন বাগেরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তালুকদার আবদুল বাকী। এমএ/ ০৯:৩৩/ ২২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2s2WgCJ
May 23, 2018 at 03:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top