রায়গঞ্জ, ২৯ মেঃ জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষের জেরে জখম চার। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, ইটাহার থানার মারনাই গ্ৰামে। জখমদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত সদস্য পিন্টু ঘোষ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একবিঘা বসতবাড়ি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। একাধিকবার সালিসি সভা করে গোলমাল মেটানোর চেষ্টাও করা হয়। কিনতু তাতে কাজ হয়নি। এদিন দুই পরিবারের বিবাদ বড়ো আকার নেয়। অভিযোগ, সন্ধ্যায় জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী শুভজিৎ হালদার সহ তাঁর পরিবারের তিন সদস্য শাকরাতু হালদার (৪৬), সুরেশ হালদার (৭০) ও দুলালি হালদার (৬০) এর ওপর হামলা চালায় অপর পরিবারের সদস্যরা। জখমদের মধ্যে দুলালি হালদারের অবস্থা আশঙ্কাজনক। ইটাহার থানার ওসি এন.টি ভুটিয়া জানান, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LJPVo6
May 29, 2018 at 11:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন