মালদা, ১৬ মেঃ পুলিশের তরফে নিরাপত্তা থাকা সত্ত্বেও পুননির্বাচনে সামিল হলেন না স্থানীয়রা। চাঁচল ২ ব্লকের মালতীপুর গ্রামপঞ্চায়েতের ৩১/২নম্বর পারানী নগর উত্তরপড়ার ঘটনা। ভোটের দিন সোমবার একদল দুস্কৃতি বুথে হামলা চালায় বলে অভিযোগ। গুলিতে জখম হন এক যুবভোটার। এলাকায় বোমাবাজি, লুটপাট, বাড়ি ভাংচুর সহ একাধিক অভিযোগ তোলেন গ্রামবাসীরা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। নিরাপত্তা ও দুস্কৃতিদের সন্ত্রাসে ভয়ে তাঁরা পুনর্নির্বাচনের সামিল হবেন না বলে জানিয়েছেন। সকাল থেকেই ফাঁকা বুথে বসে আছেন ভোট কর্মীরা।
সংবাদদাতাঃ বাপি কুমার দাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IN9CNe
May 16, 2018 at 01:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন