ঢাকা, ২৮ মে- আইপিএল খেলে দেশে ফিরেছেন এক সপ্তাহ হয়নি। তবু শনিবার নেমেছিলেন অনুশীলন ম্যাচে। কয়েক ওভার বলও করেছেন। তবে তাতে মোস্তাফিজকে সম্পূর্ণ ফিট পাওয়া যায়নি! মত, বাংলাদেশ ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশের। বিশ্বস্ত সূত্র জানায়, আইপিএলেই পায়ের আঙুলে চোট পান মোস্তাফিজ। দেশে ফেরা প্রায় এক সপ্তাহ হলেও তা থেকে সেরে ওঠেননি। তাই তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে আফগানিস্তান সিরিজের আগেই দ্য ফিজ ফিট হয়ে উঠবেন-আশা ওয়ালশের। আসন্ন সিরিজ নিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত কোচ। সেখানেই এ খবর দেন তিনি। ওয়ালশ বলেন, এ মুহূর্তে মোস্তাফিজের পায়ের সামনের দিকে হালকা সমস্যা আছে। আইপিএলেই এ চোট পেয়েছে সে। গতকাল যখন ও রিপোর্ট করে, তখন তাকে পুরো ফিট মনে হয়নি। আশার কথা হল, এটা কাঁধের চোট নয়, স্রেফ পায়ের সামনে একটু ব্যথা। চোট থেকে সেরে উঠতে দুদিন বিশ্রাম দেয়া হয়েছে মোস্তাফিজকে। ওয়ালশের আশা, এতেই সব ঠিকঠাক হয়ে যাবে। সময়মতো দলের সঙ্গেই বিমান ধরবেন দলের সেরা বোলার। আফগানদের বিপক্ষে কাটার মাস্টারকেই তরুপের তাস ভাবছেন কোচ, তাকে দুদিনের বিশ্রাম দেয়া হয়েছে। ভারতে আমরা তার কাছ থেকে সেরাটা চাই। সে তা দিতে পারবে বলে মনে করি। ও অনেক উন্নতি করেছে। ধীরে ধীরে পুরনো রূপে ফিরে আসছে। বলের গতিও বাড়ছে। ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ মাঠে গড়াবে ৩ জুন। বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ জুন। আগামী ২৯ মে দেশ ছাড়বেন টাইগাররা। সূত্র: যুগান্তর আর/১২:১৪/২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JePBzm
May 28, 2018 at 06:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top