ওয়াশিংটন, ৫ মেঃ অবশেষে সুবিচার পেল মার্কিন যুক্তরাষ্ট্রে নিহত ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার পরিবার। অভিযুক্ত প্রাক্তন নৌসেনা আধিকারিক অ্যাডাম পিউরিনটনকে শ্রীনিবাসের ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’ এবং আরও দু’জনকে খুনের চেষ্টা করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনাল কানসাসের ফেডেরাল বিচারক। ৫০ বছর কারাবাস করতে হবে তাকে।
২০১৭ সালে ফেব্রুয়ারি মাসে কানসাসের ওলাথ শহরের একটি পানশালায় তাঁর ওপর গুলি চালায় অ্যাডাম। শ্রীনিবাসকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর বন্ধু অলোক মাদাসানি এবং এক মার্কিন তরুণ। হেট ক্রাইমের শিকার হয়েছিলেন শ্রীনিবাস৷ গুলি চালানোর সময় প্রাক্তন নৌসেনা আধিকারিক অ্যাডাম পিউরিনটন বলেছিল, ‘আমার দেশ ছেড়ে বেরিয়ে যাও৷ চলে যাও এই দেশ থেকে৷’ তার রিভলভারের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল শ্রীনিবাসকে।
শ্রীনিবাসের স্ত্রী সুনয়না দুমালা একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘সাজা ঘোষাণার পর আমার শ্রীনু যে আমার কাছে ফিরে আসবে তা তো নয়। তবুও এই রায় ঘোষণা এক কড়া বার্তা দিল যে ঘৃণা কখনও মেনে নেওয়া হবে না।’
সুনয়না বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন ডিসট্রিক্ট অ্যাটর্নির দপ্তর এবং ওলাথের পুলিশকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HPy3tq
May 05, 2018 at 11:52AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন