মুম্বই, ২০ মেঃ ভারতীয় হিসেবে এই প্রথম ন্যাশনাল নো-ফ্লাই তালিকায় নাম অন্তর্ভুক্ত হল মুম্বইয়ের গয়না ব্যবসায়ী বিরজুকিশোর সাল্লার। গত বছর জেট এয়ারওয়েজের উড়ানে হাইজ্যাক আতঙ্ক ছড়িয়েছিলেন তিনি। প্রসঙ্গত, সমস্যা উদ্রেককারী যাত্রীদের বিমানে ওঠা বন্ধ করতে নো-ফ্লাই লিস্টের সিদ্ধান্ত নিয়েছিল বিমানসংস্থা। আর এই তালিকায় প্রথমেই ওই ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্ত করা হয়।
গত বছর ৩০ অক্টোবর মুম্বই-দিল্লি উড়ানের বিজনেস ক্লাসের শৌচাগারে একটি হাইজ্যাক মেসেজ রেখে এসেছিলেন বিরজুকিশোর সাল্লা। আতঙ্কে বিমানটিকে ঘুরিয়ে আমেদাবাদে অবতরণ করানো হয়। এই ঘটনার পর সাল্লাকে ৫ বছরের জন্য তাঁদের বিমানে নিষিদ্ধ ঘোষণা করে জেট এয়ারওয়েজ।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কাউকে নো ফ্লাই লিস্টে ফেলার এই ঘটনা এ দেশে প্রথম। সব দিক খতিয়ে দেখার পর ২০১৭ সালের নভেম্বর থেকে সাল্লাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জেট এয়ারওয়েজ। এ ধরনের যাত্রীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rXFR1K
May 20, 2018 at 09:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন