নয়াদিল্লি, ২৯ মেঃ ভারত অধিনায়কের মুকুটে জুড়ল নয়া পালক। CEAT-র বিচারে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিরাট কোহলি। সোমবার মুম্বইয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্য হাজির ছিলেন না বিরাট। তাঁর হয়ে এই পুরস্কারটি নেন রোহিত শর্মা।
বর্ষসেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। টি-টোয়েন্টির বর্ষসেরা বোলারের পুরস্কারের জিতে নিয়েছেন আফগানিস্তানের রশিদ খান।
Wrapping up with a picture of all the guests! ❤️#CEATCricketAwards pic.twitter.com/DLoBwAvkqJ
— CEAT Cricket Rating (@CEAT_CCR) May 28, 2018
মহিলাদের বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীত কৌরের করা অপরাজিত ১৭১ রানের ইনিংসটি CEAT-র বিচারে বর্ষসেরা ইনিংস হিসেবে বিবেচিত হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sjx3mV
May 29, 2018 at 02:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন