ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যেন মহামারী হয়ে দেখা দিয়েছে ক্রিকেটাঙ্গনে। আইপিএলে টাকার লোভে খেলতে এসে জাতীয় দলে খেলার আগ্রহ হারাচ্ছেন অনেক দেশের ক্রিকেটাররা। এমনকী ঘরোয়া লিগেও তারা খেলতে চান না। এমতাবস্থায় বেশ কিছুদিন ধরেই করণীয় সম্পর্কে আলোচনায় বসেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই ধারাবাহিকতায় চলতি আইপিএলের একাদশ আসর থেকে চার ক্রিকেটারকে দেশের ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। মাল্টি মিলিয়ন ডলারের এবারের টুর্নামেন্ট চলার শেষ দিকে হোমগ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ২৪ মে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ওই সিরিজ। তা সামনে রেখে আগামী ১৭ মের মধ্যে বেন স্টোকস, ক্রিস ওকস, মঈন আলি ও মার্ক উডকে ৪ ইংলিশ ক্রিকেটারকে আইপিএল ছেড়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইসিবি।চারজনের মধ্যে অবশ্য স্টোকস ছাড়া বাকি কেউই এবারের আইপিএলে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। আরও পড়ুন: জয়ের মূল নায়ক হয়েও আইপিএলে পুরস্কার বঞ্চিত সাকিব রাজস্থান রয়্যালসে খেলছেন স্টোকস। তবে তার পারফরশ্যান্স আশাব্যঞ্জক নয়। বারবার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন বিশ্ব কাঁপানো অলরাউন্ডার।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আছেন ওকস। প্রথম ম্যাচে মাঠে নামলেও এর পর আর সুযোগ পাননি তিনি। একই দলে থাকলেও এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি মঈন আলি। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মার্ক উডও নিয়মিত সুযোগ পাচ্ছেন না। তথ্যসূত্র: কালেরকণ্ঠ আরএস/০৯:০০/ ৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FW02lp
May 08, 2018 at 11:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top