ইউরোপের সেরার লড়াইয়ে গতকাল রাতে মাঠে নেমেছিল লিভারপুল- রিয়াল মাদ্রিদ। ইউক্রেনের কিয়েভে ফাইনালে মোহামেদ সালাহর লিভারপুলকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে তোলে জিনেদিন জিদানের শিষ্যরা। এমন ঐতিহাসিক জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত রিয়াল শিবির। কিন্তু রিয়াল মাদ্রিদ শিবিরের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে এতো আলোর ঝলকানির ভীড়ে নিস্প্রভই মনে হলো। এরই মধ্যে ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিতও দিলেন এই তারকা। চ্যাম্পিয়নস লিগের পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ ফর্মে ছিলেন রোনালদো। লা লিগায় ব্যর্থ হলেও দলের প্রয়োজনে উচলে নিজের নামের প্রতি সুবিচার করেছেন। দলের ৩০ গোলের মধ্যে পর্তুগিজ এই ফরোয়ার্ডের গোলসংখ্যাই ১৫। মূলত দলকে ফাইনালে তোলার ক্ষেত্রে এই ফরোয়ার্ডের অবদানই সবচেয়ে বেশি। কিন্তু ফাইনালের মঞ্চে করিম বেনজেমা-গ্যারেথ বেলের নায়কোচিত অবদানে আড়ালেই ছিলেন রোনালদো। ম্যাচ শেষেও শোনা গেল অন্যরকম কথা। এই তারকা বলেন, রিয়াল মাদ্রিদে থাকা অনেক সুখের। কিছুদিনের মধ্যেই আমি আমার ভক্তদের কিছু ব্যাপারে জবাব দেবো, যারা সবসময় আমার পাশে থেকেছে। একজন খেলোয়াড়ের ভবিষ্যত এখন গুরুত্বপূর্ণ নয়। সময়টা এখন উদযাপনের। অন্য একটি সাক্ষাৎকারেও রোনালদো একই কথার পুনরাবৃত্তি করেন। এই ৩৩ বছর বয়সী পর্তুগিজ বলেন, আমার কোনো সন্দেহ নেই, একজন খেলোয়াড়ের ভবিষ্যত এখন কোনোভাবেই গুরুত্বপূর্ণ নয়। এখন আমি বিশ্রাম নেবো এবং দেশের জন্য প্রস্তুত হবো। দেখা যাক, পরবর্তীতে কি হয়। আমি বর্তমান সময়টা উপভোগ করছি। সূত্র: এনটিভি অনলাইন এমএ/ ০১:০০/ ২৭ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xeEGR6
May 27, 2018 at 07:02PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন