৫ মাস ধরে মেয়েকে যৌন নিগ্রহ বাবার!

চণ্ডিগড়, ২০ মেঃ ১২ বছরের মেয়ের ওপর দীর্ঘদিন ধরে যৌন নিগ্রহ করার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। গুরগাঁওয়ের ঘটনা। মেয়েটির সৎ মায়ের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি পতৌদি অঞ্চলে একটি কারখানায় শ্রমিকের কাজ করে। তার প্রথম স্ত্রীর দুই সন্তান আছে। তার মধ্যে নির্যাতিতা মেয়েটি বড়। দ্বিতীয় স্ত্রীর আরও দুই সন্তান আছে। অভিযুক্ত ব্যক্তি ৫ মাস ধরে মেয়ের ওপর যৌন নিগ্রহ করত। সে মেয়েকে বুঝিয়েছিল, এটা স্বাভাবিক ঘটনা। সব বাবাই মেয়ের সঙ্গে এরকম করে থাকে।

বুধবার মেয়েটির সৎ মা কাজ থেকে একটু আগে বাড়ি ফিরে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন। এরপরই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মেয়েটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। মেয়েটি জানিয়েছে, কাউকে এই ঘটনার কথা না জানানোর জন্য হুমকি দিত তার বাবা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2k9Ijyv

May 20, 2018 at 10:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top