চলতি মৌসুমে এরইমধ্যে দুটি শিরোপা নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। কোপা দেল রেতে সেভিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে বার্সা। অন্যদিক লা লিগায় চলতি মৌসুম শেষ হওয়ার আগেই নিশ্চিত করে ফেলেছে লা লিগা শিরোপা। সেই হিসেবে রিয়ালের ঘরে এখনো কিছুই জোটেনি। তবে রিয়াল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে। আর রিয়াল মাদ্রিদ যদি চ্যাম্পিয়নস লিগে রিয়াল শিরোপা জেতে তবে বার্সার স্প্যানিশ ডাবল শিরোপার চেয়ে সেটা হবে বড় সাফল্য। রিয়ালের চলতি মৌসুম বার্সার থেকেও সাফল্যের হবে যদি তারা চ্যাম্পিয়নস লিগ জিততে পারে বলে মনে করেন, বার্সেলোনার সাবেক তারকা স্টাইকার প্যাট্রিক ক্লাইভার্ট। নেদারল্যান্ডসের সাবেক এই স্টাইকার বলেন, চ্যাম্পিয়নস লিগ যে কোন দলের জন্য বড় পাওয়া কিন্তু ওটা জেতা সবচেয়ে কঠিন। ঘরোয়া লিগে ডাবল জেতার চেয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা বড় সাফল্য। তিনি আরও বলেন, আমি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে এবং শিরোপা জিততে বেশি পছন্দ করব। কারণ একবার চ্যাম্পিয়নস লিগে হারলে (নকআউট পর্ব) আর ডাবল জেতার সুযোগ থাকে না। রিয়াল মাদ্রিদ দারুণ খেলছে এবং তারা তাদের কাজটা সবসময় ঠিকঠাক করে। তবে বার্সা-রিয়াল কিংবা মেসি-রোনালদোর কে সেরা এমন প্রশ্নে বার্সার সাবেক এই তারকা কোন বিতর্কের মধ্যে নেই। তার মতে, বার্সেলোনা হলো বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ হলো রিয়াল মাদ্রিদ। একদল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে অন্য দল দুটি স্প্যানিশ শিরোপা জিতেছে। দুদলই সেরা হওয়ার জন্য মাঠে নামে। এছাড়া নেদারল্যান্ডসের সাবেক এই তারকার মতে, মেসি-রোনালদো আলাদা খেলোয়াড়। দুজনই দারুণ প্রতিভার অধিকারী এবং প্রত্যেকে অনেক উঁচু মানের। আরও পড়ুন: মদ ব্যবসা করছেন ইনিয়েস্তা! চ্যাম্পিয়নস লিগ জয়ের সামনে দাঁড়িয়ে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপা উচিয়ে ধরতে জিদানের শিষ্যদের লিভারপুলের মুখোমুখি হতে হবে। এ বিষয়ে ক্লাইভার্ট বলেন, চ্যাম্পিয়নস লিগ সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা। রিয়াল যদি এবছর এটা জিততে না পারে তবে পরের মৌসুমে এটা জেতা তাদের জন্য আরো কঠিন হবে। এ সময় সাবেক এই তারকা রিয়াল কেন বার্সেলোনাকে গার্ড অব অনার দেবে না সে বিষেয়েও প্রশ্ন রেখেছে। তিনি বলেন, রিয়াল এল ক্লাসিকো ম্যাচে বার্সাকে গার্ড অব অনার না দেওয়ার কোন মানে হয় না। তাদের সম্মান না জানানোর অবশ্যই একটা কারণ আছে। আমি তা যৌক্তিকও মনে করি। কিন্তু সম্মান জানানোর প্রশ্নে ওসব কারণ কোন ব্যাপার না। আরএস/০৯:০০/ ৪ মে তথ্যসূত্র: বিডি২৪লাইভ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wb0tZL
May 04, 2018 at 05:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top