গুয়েলফ, ৪ মে- গুয়েলফে নববর্ষ উদযাপন করেছেন বাংলাদেশিরা। বাংলাদেশি কমিউনিটি অব গুয়েলফ কানাডা (বিসিজি)-এর আয়োজনে বৈশাখী পোশাকে বাংলার চিরায়ত সাজে মিলিত হন বাংলাদেশিরা। অনুষ্ঠানে গুয়েলফের অধিবাসী বাঙালী ছাড়াও কিচেনার, ওয়াটারলু ও সংলগ্ন শহরের অনেক বাঙালি পরিবার অংশগ্রহণ করেন। সমবেত কণ্ঠে এসো হে বৈশাখ গানটির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। এরপর একের পর এক গান, নাচ, কবিতা আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশি কমিউনিটি অব গুয়েলফের শিল্পীবৃন্দ। কমিউনিটি সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি, বন্ধুত্বের স্পৃহা আর ভালোবাসার আড্ডা, মনকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী বৈশাখীর ভোজন, জিভে পানি আনা ঝালমুড়ি, পিয়াজু আর চটপটি, শাড়ি-কাপড়, গহনার স্টল ছিল বৈশাখীর প্রধান আকর্ষণ। পহেলা বৈশাখ উপলক্ষে বিসিজি একটি কমিউনিটি ডিরেক্টরি প্রকাশ করে। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন ইদ্রিস মোহাম্মদ, মোকলেসুর রহমান বিশ্বাস ও রাফিয়া আক্তার। তথ্যসূত্র: cbn24.ca আরএস/০৯:০০/ ৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IbO904
May 04, 2018 at 08:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন