প্রচার পর্বে প্রার্থীদের নিরাপত্তা দিতে ডিএম,এসপি-দের নির্দেশ দিল কমিশন

কলকাতা, ১ মেঃ পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে উত্তেজনা ছড়িয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। অভিযোগ, বিরোধীদের ভয় দেখিয়ে প্রায় কুড়ি হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। আবার অভিযোগ উঠতে শুরু করেছে, প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রচার পর্বে প্রার্থীদের নিরাপত্তা দিতে সব জেলার জেলাশাসক (ডিএম) এবং পুলিশ সুপার (এসপি)-দের বিশেষ নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।ভোটের দিন নিরাপত্তা চিত্র কী হবে তা এখনও পরিষ্কার নয়। যে ৬৬ শতাংশ আসনে ভোট হবে, সেখানে বিরোধীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। অভিযোগ, অবাধে প্রচার করতে দেওয়া হচ্ছে না। কমিশনের কাছে জমা পড়েছে অভিযোগ। জানা গিয়েছে, তাই এবার প্রার্থীদের নিরাপত্তা দিতে ইতিমধ্যেই জেলাশাসক এবং পুলিশ সুপারদের কাছে পৌঁছে গেছে কমিশনের নির্দেশ। বলা হয়েছে, প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সবাই যাতে অবাধে প্রচার করতে পারেন, সে বিষয়টিও দেখা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KqEEZ7

May 01, 2018 at 12:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top