ঢাকা, ২০ মে- কোচ নয় বরং বাংলাদেশ দলের পরামর্শক হিসেবেই আসছেন গ্যারি কারেস্টেন। আজ রাতেই ঢাকা পৌছানোর কথা রয়েছে ভারত দলের হয়ে বিশ্বকাপ জয়ী এই কোচের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচের দায়িত্বে আছেন ৫০ বছর বয়সী এই সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। কিন্তু দল প্লে-অফ পর্বে উঠতে ব্যর্থ হওয়ায় কিছুদিন আগেই ফ্লাইট ধরছেন বাংলাদেশের। বাংলাদেশ দলে কোচের পদ খালি রয়েছে গত ছয় মাস ধরে। চণ্ডিকা হাতুরুসিংহের বিদায়ের পর চলছে ভারপ্রাপ্ত কোচ দিয়ে। আসন্ন আফগানিস্তান সফরেও কোচের দায়িত্বে রয়েছেন দলের প্রধান বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন ধরে রেখেছিলেন আফগানিস্তান সিরিজেই দলের সাথে যোগ হবে প্রধান কোচ। শেষ পর্যন্ত সেটিও আর হলো না। চলতি মাসের ১৪ তারিখে বাংলাদেশ দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি প্রধান বলেছিলেন, কারেস্টেন খুব দ্রুতই আসছেন এবং এসেই কোনো একটা ব্যাবস্থা করে দেবেন। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LeiSIo
May 21, 2018 at 12:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top