মঙ্গলবার রাতে একটি বিবৃতি দিয়ে বিয়ের কথা জানিয়েছে আনন্দ ও সোনমের পরিবার। বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৮ মে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোনম ও আনন্দ। বিবৃতিতে বলা হয়েছে, কাপুর ও আহুজা পরিবারের পক্ষ থেকে সোনম ও আনন্দের বিয়ের কথা ঘোষণা করতে পেরে আনন্দ ও গর্ব বোধ হচ্ছে। বিয়েটা আগামী ৮ মে মুম্বাইয়ে হবে। এটা আমাদের একটি ব্যক্তিগত অনুষ্ঠান, তাই আপনাদের কাছে অনুরোধ যে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। গত সপ্তাহ থেকে অনিল কাপুরের বাড়ি আলো দিয়ে সাজানো হয়। তবে কেন বাড়ি সাজানো হয়েছে তা নিয়ে কাপুর বা আহুজা পরিবাবের কেউ মুখ খোলেননি। মেয়ের বিয়ের প্রসঙ্গে অনিল কাপুর বলেছিলেন, আপনাদের সঠিক সময় সবটা জানানো হবে। আরও পড়ুন: নতুন প্রেমে নার্গিস গত কয়েকমাস ধরে সোনমের বিয়ে নিয়ে জল্পনা চলছে। কখনও শোনা যায় যে সোনমের সংগীতের কোরিওগ্রাফি করছেন ফারাহ খান। কখনও সোনমের বিয়ের শপিংয়ের খবর সামনে এসেছে। এমনকী ভিরে দি ওয়েডিংয়ের ট্রেলার লঞ্চেও সোনমকে বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তথ্যসূত্র: কালেরকণ্ঠ আরএস/০৯:০০/ ২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JJJWh9
May 03, 2018 at 05:10AM
03 May 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top