নয়াদিল্লি, ১ মেঃ বেশিরভাগ ভারতীয় ইঞ্জিনিয়াররা জব প্রোফাইলের খোঁজ করেন লিংকডইন(linkedIn)-এ। লিংকডইনের করা এক সমীক্ষায় একথা জানানো হয়েছে। এছাড়া এশিয়ার অন্যান্য দেশের মানুষ বেশি সার্চ করেন কনসালটেন্সির কাজ। ২০১৭ সালে ভারতীয়রা সব থেকে বেশি খুঁজেছেন মেকানিকাল এবং সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ।
লিংকডইন ট্যালেন্ট সলিউশনস অ্যান্ড লার্নিং সলিউশনস, ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার ডিরেক্টর ইরফান আব্দুল্লা জানিয়েছেন, ‘ভারতে ইঞ্জিনিয়ারদের সংখ্যা বেশি। প্রতি বছর স্নাতক হচ্ছেন কয়েক লক্ষ ইঞ্জিনিয়ার। অন্যদিকে, বহুজাতিক বা দেশি সংস্থা, প্রত্যেকেই ভালো টেকনিকাল ট্যালেন্টের খোঁজে থাকেন। তাই এই সার্চ স্বাভাবিক।’
অন্যদিকে, হংকং-এর মতো দেশে বেশিরভাগ সার্চ করা হয় ফাইনানশিয়াল রোলের জন্যে। বেশি চাহিদা থাকে ফিন্যান্স ও রিস্ক অ্যানালিস্ট, ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট এবং প্রাইভেট ইক্যুইটি অ্যানালিস্টের। ইরফান আব্দুল্লা জানান, কনসালটেন্সি চাকরির চাহিদা ক্রমশ বাড়ছে। কারণ কেরিয়ারে উন্নতি করার সুযোগ অনেক বেশি রয়েছে এখানে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2jhTJzJ
May 01, 2018 at 02:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন