গত বছর মুক্তি পায় জনপ্রিয় অভিনেতা প্রভাস অভিনীত সাড়া জাগানো সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু। ভারত ও ভারতের বাইরে বক্স অফিসে একের পর রেকর্ড গড়ে সিনেমাটি। এবার প্রভাসের বাহুবলি-টুর একটি রেকর্ড ভাঙলেন মহেশ বাবু। গত ২০ এপ্রিল মুক্তি পায় মহেশ বাবু অভিনীত সিনেমা ভারত আনে নেনু। মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া ফেলে সিনেমাটি। এর মধ্যে এখন পর্যন্ত চেন্নাইয়ে ১.৬৬ কোটি রুপি আয় করে নতুন রেকর্ড গড়েছে মহেশের ভারত আনে নেনু। এর আগে রেকর্ডটি ছিল বাহুবলি-টু সিনেমার দখলে। চেন্নাইয়ে ১.৬৫ কোটি রুপি আয় করে প্রভাস অভিনীত সিনেমাটি। তেলেগু অভিনেতা হলেও কলিউড ইন্ডাস্ট্রিতে মহেশ বাবুর জনপ্রিয়তা রয়েছে, যার ফলে বাহুবলি-টু সিনেমাকে টপকাতে পেরেছে ভারত আনে নেনু। বক্স অফিসে বিশ্লেষকদের মতে, চেন্নাইয়ে মহেশের সিনেমাটির আয় ১.৭৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে। এখন পর্যন্ত ভারত ও ভারতের বাইরে ২০৫ কোটি রুপি আয় করেছে মহেশের ভারত আনে নেনু। এটি এ অভিনেতার প্রথম ২০০ কোটি রুপি আয়ের সিনেমা। সিনেমাটিতে একজন মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মহেশ। এতে আরো অভিনয় করেছেন কিয়ারা আদভানি। সিনেমাটি পরিচালনা করেছেন কোরাতলা শিবা। আরও পড়ুন: ছেড়া পোশাকে আনুষ্কা তথ্যসূত্র: রাইজিংবিডি আরএস/০৯:০০/ ১৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IheuL4
May 15, 2018 at 08:08PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন