কলকাতা, ২ মেঃ মেট্রোয় নীতি পুলিশের দাপাদাপির বিরুদ্ধে ফের প্রতিবাদে সরব সিটি অফ জয়ের মানুষ। বুধবার দুপুর ১২টা নাগাদ টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে একত্রিত হন অসংখ্য তরুণ-তরুণী। পোস্টার-প্ল্যাকার্ড-স্লোগানে তাঁরা আওয়াজ তোলেন, ‘হোক আলিঙ্গন’। মেট্রোতে চেপে তরুণ-তরুণীরা আলিঙ্গন করে, গান করতে করতে যান দমদম স্টেশনে। সেখানে গিয়েও নীতি পুলিশগিরির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। আলিঙ্গন যে কোনো অশ্লীলতা, অনৈতিকতা বা অপরাধ নয় সেই বার্তাই দেন ওই প্রতিবাদীরা।
ছাত্রছাত্রী-চাকুরিজীবী-অভিনেতা- এ দিনের প্রতিবাদে সামিল হন বিভিন্ন পেশার মানুষ। বারবার সরব হতে থাকে কন্ঠস্বর।
সোমবার রাতের ঘটনার পরে মঙ্গলবার সারাদিন সোশ্যাল মিডিয়ায় ওঠে মন্তব্যের ঝড়। প্রবীণ কিংবা মাঝবয়সী লোকেরা কেন অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন, সেই প্রশ্নও তোলা হয়।
এমন কী ভিড়ের মধ্যে যখন মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার করা হয়, তখন এইসব মানুষের বিবেক কোথায় থাকে তা নিয়েও উঠতে থাকে প্রশ্ন। কোনও মহিলাকে শারীরিক নিগ্রহ বা ধর্ষণের মত ঘটনায় কতজন মানুষ এগিয়ে এসে প্রতিবাদ করেন তা নিয়েও উঠছে প্রশ্ন। এ দিন অবশ্য কোথাও কোনো নীতি পুলিশদের দেখা মেলেনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FAwNV8
May 02, 2018 at 04:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন