৮৪১ কোটি টাকা ব্যয়ে তৈরি দেশের প্রথম ১৪ লেনের হাইওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ মেঃ দেশের প্রথম ১৪ লেনের হাইওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে ৮৪১ কোটি টাকা ব্যয়ে তৈরি  দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের  উদ্বোধন করলেন মোদী।  এদিন সড়কটি উদ্বোধনের পর রোড-শো করেন প্রধানমন্ত্রী। রোড শোয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, মনসুখ মানধাভিয়ার। প্রায় ৩০ মিনিট রোদে হুডখোলা গাড়িতে  দাঁড়িয় রাস্তার পাশে থাকা  মানুষের অভিনন্দন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এই এক্সপ্রেসওয়ের দুই পাশে ২.৫ মিটার চওড়া সাইকেল চালানোর সড়ক ও ১.৫ মিটার চওড়া ফুটপাথ রয়েছে।  এই সড়কটি চালু হওয়ায় দিল্লি ও পশ্চিম উত্তর প্রদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sfQEEs

May 27, 2018 at 05:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top