নয়াদিল্লি, ২৭ মেঃ দেশের প্রথম ১৪ লেনের হাইওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে ৮৪১ কোটি টাকা ব্যয়ে তৈরি দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মোদী। এদিন সড়কটি উদ্বোধনের পর রোড-শো করেন প্রধানমন্ত্রী। রোড শোয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, মনসুখ মানধাভিয়ার। প্রায় ৩০ মিনিট রোদে হুডখোলা গাড়িতে দাঁড়িয় রাস্তার পাশে থাকা মানুষের অভিনন্দন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
WATCH: PM Narendra Modi holds road show after inauguration of first phase of Delhi-Meerut Expressway. Union Ministers Nitin Gadkari and Mansukh Mandaviya also present pic.twitter.com/K1OB5krvua
— ANI (@ANI) May 27, 2018
এই এক্সপ্রেসওয়ের দুই পাশে ২.৫ মিটার চওড়া সাইকেল চালানোর সড়ক ও ১.৫ মিটার চওড়া ফুটপাথ রয়েছে। এই সড়কটি চালু হওয়ায় দিল্লি ও পশ্চিম উত্তর প্রদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2sfQEEs
May 27, 2018 at 05:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন