এবার থেকে দেহ সৎকার করতে গেলেও লাগবে আধার কার্ড!

বারাণসী, ৩১ মেঃ মৃত্যুর পরেও দরকার হবে আধার কার্ড। বারাণসীর মণিকর্ণিকা ও হরিশচন্দ্র ঘাটে দেহ সৎকার করতে গেলে  এবার থেকে লাগবে আধার কার্ড। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের (এনডিআরএফ) পক্ষ থেকে এই কথা জানান হয়েছে।  কারণ হিসেবে তারা দেখিয়েছে, এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে কাউকে খুন করে বারাণসীর ঘাটে দেহ দাহ করে দেওয়া হচ্ছে। এছাড়াও পণ না দেওয়ায় আনেক মহিলাকে খুন করে এই দুটি ঘাটে দেহ গোপনে সৎকার করে দিচ্ছে অপরাধীররা।  এরপরই বিপর্যয় মোকাবিলা বাহিনী তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2kF3ysq

May 31, 2018 at 05:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top