কলকাতা, ১ মেঃ প্রয়াত হলেন রাজ্যে বামফ্রন্ট সরকারের প্রথম অর্থমন্ত্রী ডঃ অশোক মিত্র। তিনি প্রখ্যাত অর্থনীতিবিদ তথা বুদ্ধিজীবী ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার মিন্টোপার্কের একটি নার্সিংহোমে ৯টা ১৫ মিনিট নাগাদ শেষনিশ্বাস ত্যাগ করেন। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এ খবর জানানো হয়েছে। বার্ধক্যজনিত রোগের কারণে কিছুদিন আগে তাঁকে ওই নার্সিংহোমে ভরতি করা হয়েছিল। অশোক মিত্রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাম নেতারা।
১৯২৮ সালের ১০ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন অশোকবাবু। ঢাকা কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েট হন। দেশভাগের পর চলে আসেন কলকাতায়। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেন। ১৯৫০ সালে তিনি দিল্লি স্কুল অফ ইকনমিকসে যোগ দেন। তার কিছুদিন পরে নেদারল্যান্ডসের ইন্সটিটিউট অফ সোশাল স্টাডিজে উচ্চশিক্ষার জন্য চলে যান তিনি। ১৯৫৩ সালে সেখান থেকে ডক্টরেট হন।
১৯৭০-৭২ সাল পর্যন্ত দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি। এরপর ১৯৭৭-৮৭ পর্যন্ত রাজ্যে বামফ্রন্ট সরকারের প্রথম অর্থমন্ত্রী ছিলেন। ১৯৯০ সালে রাজ্যসভার সাংসদ হন। রাজনীতি থেকে অবসর নিয়ে করেন সাহিত্যচর্চা। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারও পান তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FvuwdZ
May 01, 2018 at 12:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন